
ভ্রমের জগৎ

শরতের শুভ্রতা ভেঙে
শীতের কুয়াশায় ধোঁয়াশার অবসান।
বসন্তের উষ্ণরাগের মাঝে ও
আধো মেঘ, আধো আলো,আধো বোল
হন্য হয়ে খুঁজে চলে।
তন্দ্রাচ্ছন্ন মন মিষ্টি ছায়া।
ব্যস্ত জীবনের ফাঁকে খুঁজে একটু শীতল স্পর্শ!
আঁধার কেটে ভোর হয়,
আসে আলোর ঝলকানি।
আলো মিশে মিটিয়ে আসে
আবার,রাতের স্নিগ্ধতা।
এইতো জীবন!!
চলার গতি স্পর্শের ধর্তব্যের বাইরে!
বিনিদ্র প্রহর এভাবেই কাটে
দীর্ঘ পথ পরিক্রমায়!
ফৌজিয়া সুলতানা
মার্চ ৪, ২০২২ইং
Recent Comments