
থামো

উৎসর্গঃ অসহায় ইউক্রেনীয় ও নির্যাতিত ফিলিস্তিনী- জনগন’কে
থামাও যুদ্ধ
ক্ষুব্ধ সমর বাজ,
আজ দিকে দিকে
ফিকে রং ফিকে মন
মানুষের রক্তে সিক্ত-
রিক্ত বুকের ভালোবাসা
ভাসাভাসা আশা
আজ প্রাণান্ত।
কান্নারা কষ্টে আকণ্ঠ
হিম শিতল রক্তে প্রবাহিত,
হাহাকার আকাশে বাতাসে
ধ্বনিত প্রতিধ্বনিত
অগনিত প্রাণ-
নোনা জল ঝলমল
আগুনের লেলিহান শিখা
সুখ সারি সখা
আজ অশান্ত!
হঠাও রাত
উঠাও হাত
চাই না জঘন্য দিনাদিপাত।
জাগো!
জাগো হে মানব জন
জাগো হে বিবেক মন
আকাশে বাতাসে ধ্বনিত হোক
বাহিত হোক
শান্তির সুবাতাস…
পৃথিবীর মানুষ ভালো থাক
পৃথিবীর মাটি মেটে রঙ পাক
মন-বন-ক্ষন শুভতে ঘনাক।
মানিক
২৭.০২.২০২২ইং
Recent Comments