Select Page

রু প ক থা

রু প ক থা

অবয়ব হোক নিঃস্বার্থ
সম্পর্কের গভীরতায়
ডুবে থাক্ হৃদয়

আত্মার খোরাক রুপে
সুনির্মলে চিত্রিত হোক আত্মদর্শন
যাবতীয় জটিল সমীকরণের
ঊর্ধ্বে উড়ুক যুগল মননের রেশ

জীবন চরণের প্রতি পদক্ষেপে
রচিত হোক সুদৃঢ় আস্থার দেয়াল

সাঁতার না জানা দুর্গতিতে
ভয়াল সাগর আন্দোলে
নিশ্চিন্তে অনুভূত হোক
অথৈয়ের মাঝে
ঠাঁই প্রাপ্যতা সম
অস্থির পায়ের তলায়
পলিমাটির সুস্পষ্ট আভাস

রু প ক থা র
সিন্দুক হোক্ সম্পর্কের ঢং
শত মরচেধরা জংয়ের পরেও
চরম চুড়ান্ত প্রয়োজনে
যেন অনায়াসে
বিশ্বাসের তালা খুলে যায় এক লহমায়

পরমাত্মীয়তেও অতি দুর্লভ বন্ধুয়ার বন্ধুত্ব

বন্ধুত্বের ছায়া-ছোঁয়া অবিরাম
ছুঁয়ে-ছুঁয়ে থাক তোমায় আমায় প্রিয় বন্ধু আমার

About The Author

Imrose Ayon

সীমাহীন স্বপ্ন লালন করতে জানে সেই চোখ, যে চোখ অল্প স্বল্প ভালোবাসার অভিমানে নিমেষে সিক্ত হয়