
তারই মাঝে

একটা লেখার কমেন্ট থেকে যৌথ প্রযোজনায় এই লেখাটি!
তোমাকে না পেয়েও, পূর্ণতায়
ভরে আছে মন
তোমাকে ছাড়াও কেন
বেঁচে থাকা প্রতিক্ষণ?
প্রতীক্ষার প্রহরেও
যে আনন্দ আছে!
কাছে না থেকেও যেন
হৃদয়ের মাঝে।
আরো একটিবার হলেও
তোমায় দেখার সাধ!
বেচেঁ থাকা তারই মাঝে
বিশ্বাস অগাধ!
Recent Comments