Select Page

পদ

পদ

প্রয়োজনে পদ প্রদান
পদায়নের পূর্ব শর্ত পাপ
পোষণ তোষণ পরিস্ফুটন
পরিষেবা কেবল জ্বি জনাব!

পদে থেকে পয়সা ঢালো
পকেট থাকবে সুস্থ ভালো
পাশাপাশি এগিয়ে চলো
পারবে না তো তুমি কালো!

পরজীবীদের পদ ভালো
পারঙ্গমতা স্ফর্শকাতর
পরিধি পুরো অভ্যান্তর
পা দুলিয়ে দৃশ্যান্তর!

পবিত্রতা নেই কিছুতেই
পদে পদে পশ্চাদপদ
পদ না থাকার এই বিপদ
পদ হারিয়ে তুমি আপদ!

পদ পদবীর এই ফাঁদে
পদের জন্য কে কাঁদে
পদ এখন সহজলভ্য
পাওয়া যায় ফুটপাতে!

About The Author