Select Page

তবুও…

তবুও…

তবুও…

ভাবনায় তোমার এখনও কেনো
সূর্যোদয়ের আগে ভুলেরই
শিশির জমাও পায়ের পাতা ভিজিয়ে!
কি এমন ছুঁয়েছিলাম?
ভুল ছিলো? ছিলাম তো আমিই
ভাবনা – তোমার, সারাক্ষণ!

তোমার লেখাগুলো এখনো কেনো
আমায় ঘিরে?
আমি তো ভুল, ভুল একটা মানুষ!
ভুলের ছড়াছড়ি, গড়াগড়ি
অসমাপ্ত চিঠি…

আলম
১৩ মার্চ, ২০২২ইং সন্ধ্যা ৮টা ৫৩মি.

About The Author

Alam M

I’m Alam — writer of words, seeker of stories. I craft thoughts into lines that linger. I’m also a mathematician who loves to play with numbers.