Select Page

অনুভবে তুমি

অনুভবে তুমি

তুমি যদি বলো আমাকে
বাস্তব আর কল্পনার মধ্যে থেকে একটিকে বেছে নিতে
তাহলে আমি কল্পনাটাকেই বেছে নিবো।
কারন আমি কল্পনায় সব সময়ই তোমাকে খুজে পাই
পাশে পাই যেটা বাস্তবে কখনই সম্ভব না।
আমি যখন খোলা আকাশের নিচে দিয়ে হাটি, তখন
কল্পনায় পুরোটা সময় তোমাকে আমি
আমার পাশে পাই কাছে পাই
মেঘের গর্জন শুনলে মনে হয় তুমি ডাকছো আমায়
বৃষ্টির আচ এসে আমার গায়ে যখন লাগে
মনে হয় ছুতে চাচ্ছো তুমি, আর
আমি ধরা দেবো না বলে সরে যাচ্ছি
একটা মজার অনুভুতি এই কল্পনা অবশেষে যখন
বাতাস হয়ে এসে লাগো আমার গায়ে তখন
হাসি মুখে বরন করে নিই তোমায়।
কল্পনায় সব সময়ই তুমি থাকো আমার পাশে, কাছে, আর
যখন আমি বাস্তবে ফিরে আসি
তুমি কোথায়? তোমাকে খুজে পাই নাতো আমি।
তাই বাস্তব তোমাকে ভয় পাই আমি।

——-স্বর্ণ সমুদ্র।