Select Page

অমিয়

অমিয়

তুমি আমাকে একটি গোলাপ দাও
আমি ভালোবাসায় তোমার হৃদয় ভরিয়ে দিব
তুমি একবার বলো ভালোবাসি
তোমায় আমি সাগরের সব মুক্ত এনে তোমার কপালে ছোঁয়াবো।

তুমি একবার বলো আমাকে তুমি চাও , আমি
মহা সমুদ্র পাড়ি দিয়ে তোমার কাছে ছুটে যাবো ।
আমি তোমাকে পাওয়ার জন্য , সংখচিল হয়ে
নীল আকাশে ডানা মেলে হারিয়ে যাবো।

তুমি একবার ধরতে দাও তোমার ঐ দুটি হাত
আমি তোমার দু’হাত ধরে তেপান্তরে হারিয়ে যাবো ,
তুমি আমায় তৃষ্ণানার একটু জল দাও, আমি অমিয়
ভেবে হৃদয়ের সব তৃষ্ণা নিবারন করবো।

তুমি আমাকে বেঁচে থাকার জন্য একটু অনুপ্রেয়না দাও
আমি সাদরে গ্রহন করবো তোমার হৃদয়তাকে,
তুমি আমাকে ভালোবাসো, তাই তো আজও ফেরাতে
পারোনি আমার হৃদয় হরন করা ভালবাসাকে।

মির্জা সহিদপুর
ওসমানী নগর
সিলেট , বাংলাদেশ ।
12.08.2022

About The Author