Select Page

নির্জীব কাঠ পুঁতলি

নির্জীব কাঠ পুঁতলি

মানুষ যেন এখন এক নির্জীব কাঠ পুঁতলি
অনুভূতি হারিয়েছে খরার চৈতী মেলায়,
সুখ দুঃখের হাসি কান্না ছুয়ে যায় না আর
সব যেন মিশে গেছে বালুকাবেলায়।

এখানে এখন আর শিশির ঝরে না
মাধবী ও ফুটে না চন্দ্রমল্লিকায়,
ইট পাথরের শহরটা দাঁড়িয়ে আছে
আবির মুছে দিতে স্বচ্ছ নীলিমায়।

এখন আর মানবতার গান কেউ শুনে না
পোড় খাওয়া পোড়া বাঁশি বাজে অবেলায়,
ধর্মের আড়ালে অধর্মের জয়গান
চর্মচক্ষু বন্ধ করে সবাই গেয়ে যায়।

এ কাননে এখন আর শিউলি ফুটে না
কাগজ ফুলের মিতালীতে সৌরভ ছড়ায়,
মায়া মমতায় জড়ায় না রক্তের বন্ধন
বিচুটি ফুল জড়িয়ে থাকে স্বর্ন লতিকায়।

স্বার্থের মোহে পড়ে যান্ত্রিক কাঠামোটা
চমৎকার ঐশ্বর্য্যে বৈভব সাজায়,
বেলা শেষে অনুশোচনার মুকুট হাতে করে
দুর্দান্ত সফরের পরিসমাপ্তি ঘটায়।

About The Author