Select Page

নীলার মেসেজ

নীলার মেসেজ

আজ বিকেলে দেখা করো
নীলার ম‍্যাসেজ পাই
উপহারে আর যাই হোক
ফুল টা থাকা চাই

লাল গোলাপে ভালোবাসা
জমে না আর বুঝি?
তাই তো আমি নীলার জন্য
নতুন কিছু খুঁজি

কি দেয়া যায় নীলাকে আজ
খুঁজছি আশেপাশে
নীলপদ্ম নীলা না কি
ভীষণ ভালোবাসে

নীলপদ্ম কোথায় পাই
নাইতো আমার জানা
যদি পেতাম একশ একটা
ছিলো কি আর মানা?

নানা রঙ্গের ফুল দেখে হায়
ভেবে না পাই কুল
ভালো কিছু কিনতে আবার
হয়না যেনো ভুল

গাঁদাফুলটা দারুণ ছিলো
এই ফাগুনের দিনে
সৌন্দর্যে মুগ্ধ হয়ে
তাইতো নিলাম কিনে

রজনীগন্ধার ষ্টিক টা
কিনি কি আর শখে?
সরল মনে ফুল কিনতে
গেলাম আমি ঠকে

রজনীগন্ধা প্রেমের প্রতীক
ফুল বিক্রেতার কথা
আজব আজব কথা শুনে
ঘুরছে আমার মাথা

এর পরে আর কি হবে তা
নাইবা এখন বলি
ভালোবাসার কিছু কথা
গোপন করে চলি

ইকবাল হোসেন ভুঁইয়া
৫ই মার্চ, ২০২২ইং

About The Author