
মনের বাহারি বসন্ত

বসন্ত আসে ঋতুরাজ হয়ে
সবার জীবনে নয়,
ওপিঠে সে রঙ মুছে দিয়ে
দুর্নিবার উর্মিমালা হয়।
একাকিত্ব বোধ সমাধি পানে
ধীর পায়ে টেনে নেয়,
বাহির দুনিয়ায় উৎফুল্ল সে যে
ভিতর পুড়ে ক্ষয়।
জীবন পাতায় অনুভূতি গুলো
নিকোটিন এর ধোঁয়ায় উড়ে,
মৃত্যুর শিকল আপন মনে ধরে
নিঃশ্বাসে দেয় জুড়ে।
ষড়ঋতু হয়ে কখনো বসন্ত
আলোকিত ভালোবাসা ছড়ায়,
সৌভাগ্যের নিশুতি অভিসারে কাটে
নিরন্তর মাধবী প্রহরায়।
শ্রাবণ ঝরিয়ে কখনো বসন্ত
বাহারি রঙে মাতে,
কোন ডাহুকীর অশ্রু ঝরে
সোনালী শিশির প্রাতে।
Recent Comments