Select Page

মা

মা

জন্ম দিলে তুমি মাগো
তোমার জন্য উচ্চাসন
তুমি ছাড়া এ পৃথিবীতে
ছিল না যে সমীরণ।

গর্ভে ধারণ তোমার পেটে
নাভির সাথে সংযোগ
আহার আমার তোমার থেকে
ঈশ্বরের হুকুমে অন্তঃযোগ।

তোমাকে ছাড়া এ ধরনি
ছিল যখন অন্ধকার
অন্ধকারে ছিলাম তুমি আমি
ছিল তখন রুদ্ধদ্বার।

আসছি ভবে তোমার কাছে
হুকুম ছিল আল্লার
খোদার কাছে তোমায় ছাড়া
আমি আদম গুনাগার।

আগে পরে মরণ হলে
আখিরাতে কর পাড়
তোমার দোয়া কবুল হবে
মা জননী আমার।

বুড়ো বয়সে আমার ঘরে
তুমি আমার বেহেস্ত
নেক নজরে যতবার দেখি
হজ্বের ছোওয়াব ততো।

মা আমায় দোয়া কর
মানুষ আমি হতে চাই
আরশ কুরসি লৌওহ কলমে
তুমি ছাড়া উপায় নাই।

About The Author