Select Page

ইচ্ছে পূরণ অ ভি ধা নে

ইচ্ছে পূরণ অ ভি ধা নে

আচ্ছা
তোমার
ইচ্ছে পূরণ
অ ভি ধা নে
গুরুত্বপূর্ণ
শব্দের
মানে কি

এখন
এই মুহূর্তে
আমার তুমি
যে তোমার
সামনে আছি
একমাত্র আমি

সব চাইতে
গুরুত্বপূর্ণ
শুধুমাত্র এই
দ্বিতীয়
কোন
স্বত্বার
অস্তিত্ব
ছিলোনা
এবং নেই

আচ্ছা
যদি বলি রাজ
আরে বাবা
গুরুত্বপূর্ণ কাজ

যতোসব
আবোল তাবোল
হরদম ফাঁকিবাজ

তবে
এই মুহূর্তে
যা করছি তাই
এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নাই

About The Author

Imrose Ayon

সীমাহীন স্বপ্ন লালন করতে জানে সেই চোখ, যে চোখ অল্প স্বল্প ভালোবাসার অভিমানে নিমেষে সিক্ত হয়