Select Page

এমন ভালোবাসা দেবে

এমন ভালোবাসা দেবে

চাওয়া,,সে তো একটুখানি ভালোবাসা
যে ভালোবাসায় মিশে রবে তুমি
যে ভালোবাসার অস্তিত্ব খুঁজে পাবো তোমাতে,,
হাজারও জল্পনা-কল্পনা তোমাকেই ঘিরে,,
এমন ভালোবাসা দেবে?

যে ভালোবাসায় শ্বাসরুদ্ধকর প্রেম গোপনে
মিশে আছে,কাছে পাওয়ার সময়টুকুতে দৃষ্টির নীল সীমানায় ঠাঁই দিবে আমায়,,
সময়েত তরে অজানা অনুভুতিরা ঘিরে রাখবে
প্রেম গন্ধে অজানা ছন্দ ধরা দিবে,,,।
এমন ভালোবাসাই চাই,,,

প্রতিটি হৃৎস্পন্দনে একান্ত কাছের হয়ে
নিজেকে উপস্থাপন করবো তোমার বুকে,,
হঠাৎ ধুকপুক শব্দে হৃদ তরী আমার ভেসে যাবে,,,
জীবন তরী সুখের স্রোতে ভাসবে,,
এ এক অন্য রকম অনুভুতির দরজায় দাড়িয়ে আমি,
আমি যেন নেই আজ আমার
হৃদয়ের সব টুকু অধিকার যেন শুধুই তোমার,,।
এভাবেই ভালোবেসো,,,

✍️ কামরুন্নাহার বীথি

About The Author