Select Page

একটা চিলেকোঠা হবে?

একটা চিলেকোঠা হবে?

একটা চিলেকোঠা হবে?
চার দেয়ালের ছোট্ট একটা চিলেকোঠা?
আমার যখন খুব কান্না পাবে
হৃদয়ের তীর জুড়ে আছড়ে পড়বে
বেদনার ছোট ছোট ঢেউ,
আমি তখন চুপটি করে
চার দেয়ালের সেই ছোট্ট পৃথিবীটা আঁকড়ে ধরে
দু’চোখ জুড়ে বয়ে যাওয়া অশ্রুর প্লাবন কে
আলতো করে ছোঁবো।
হবে অমোন একটা চিলেকোঠা?
রোদের উত্তাপ ছোঁয়া কোন এক নির্জন দুপুরে
যখন কারণে আর অকারণে মন খারাপ হবে,
বুকের ভেতর হু হু করে ওঠা বিষন্ন অনুভূতিটুকু
খুব সংগোপনে দীর্ঘশ্বাস হয়ে
ছড়িয়ে দেবার জন্য হলেও
একটা চিলেকোঠার বড্ড প্রয়োজন।
হবে অমোন একটা চিলেকোঠা?
বর্ষার ভেজা হাওয়া যখন
চার দেয়ালের পৃথিবীটাকে করে তুলবে স্যাঁতস্যাঁতে,
তখন আমার ভেতরের আমিটা কে
তুমুলভাবে ভিজিয়ে দেবার জন্য হলেও
একটা চিলেকোঠা প্রয়োজন।
হবে অমোন একটা চিলেকোঠা?
প্রিয়মুখ গুলো যখন নিজের অজান্তেই
কষ্টের বীজ বুনে দেবে হৃদয়ের ভূমে,
তখন শামুকের মতো নিজেকে
গুটিয়ে নেবার জন্যও একটা চিলেকোঠা প্রয়োজন।
হবে অমোন একটা চিলেকোঠা?
না হয় কিনেই নিলাম!
বিনিময়ে দিলাম ভালোবাসার ছোট ছোট শব্দে সাজানো
হৃদয় ছোঁয়া কোন এক কাব্যকথা।
তবুও একটা চিলেকোঠা চাই আমার।
আকাশ ছুঁয়ে থাকা চার দেয়ালে ঘেরা
ছোট্ট এক টুকরো পৃথিবী!
হবে অমোন একটা চিলেকোঠা?

About The Author