
ছোট্ট একটা নদী

ছোট্ট একটা নদী
কষ্ট পায় যদি
স্রোতের সাথে দুঃখ নিয়ে
মন হারিয়ে যায় সে দুরে।
ভাসতে ভাসতে অনেক কষ্টে
তীরের কাছে থমকে দাঁড়ায়
জলের ছোঁয়ায় একটি মানুষ
খুব নীরবে জীবন হারায়।
নদীর বুকে আরও কষ্ট
জমাট বেঁধে এগিয়ে চলে
সবুজ গ্রামের পাশের খালে
নিজের পথটা হারিয়ে ফেলে।
নিজের জলে অনেক প্রাণে
হাসি কান্না জড়িয়ে গানে
ছন্দ পতন হলেই কেবল
নতুন করে স্বপ্ন বুনে।
নদীর এতো কষ্ট কেনো
সময় যখন জল্পনাতে
কল্পনার ঐ বদ্ধঘরে
আকাশ হাওয়া চাঁদের রাতে।
Recent Comments