Select Page

ক্যান্সার (পর্ব১৯)

ক্যান্সার (পর্ব১৯)

অনেকে বুদ্ধি দিচ্ছেন চুল হীন মাথা সুন্দর হিজাবে ঢাকো । কেউ কেউ বলছেন ঘোমটা পর। কেউ কেউ আলগা চুলের কথাও বলছেন।

আলগা চুল, সুন্দর হিজাব পরলে যত সুন্দরই লাগুক কোন গুনাহ হবে না।

যদিও সৌদি বাদশাহ মুহম্মদ বিন সালমান সৌদি আরবে ইতোমধ্যেই হিজাব পরা খানিকটা শিথিল করে দিয়েছেন। তবুও আমাদের দেশে হিজাবের সংখ্যা কেবল বাড়ছেই। ইরানে ২২ বছর বয়সী মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে হিজাব বিরোধী বিক্ষোভ দিন দিন উত্তাল হচ্ছে ।

চুলের সৌন্দর্য ঢাকতে কোনদিন হিজাব পরিনি। আজ খালি মাথা ঢাকতে কেন হিজাব পরব।

নিজের চুলহীন মাথা নিয়ে লজ্জাই বা পেতে হবে কেন, বৃথাই কেন হিজাবের আড়ালে নিজেকে লুকাবো।

আমাকে যারা দেখবেন তাঁদের সমস্যা আমার তো নয়। শুরুতে একটু হয়ত বেখাপ্পা লাগবে হবে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তাঁরা মেনে নিতে শিখবেন টাক মাথা পুরুষের মত নারীও আছে।

একটি কথা বার বার ভেবেও কোন কূল কিনারা পাই না তা হচ্ছে, সমস্ত পাপ কেন চুলে যেয়েই ঢুকলো?

যাক আপাতত আমার চুল নেই তাই ভাবনাও নেই।

এখন নিশ্চয়ই কেউ বলবে না, ”আপা আপনার হিজাব কোথায়?”

দেশটাকে মাঝে মাঝে ভীষণ অচেনা মনে হয়।

ভালো থেকো প্রিয় স্বদেশ আমার প্রিয় মাতৃভুমি।

চলবে…

About The Author

Khugesta Nur E Naharin

আমার আপনার চেয়ে আপন যে জন; খুঁজি তারে আমি আপনায়

Recent Comments