Select Page

বন্ধু – ছোট্ট

বন্ধু – ছোট্ট

বয়েসে ছোট
কিছু বন্ধু থাকা চাই আমার-তোমার
ওদের চঞ্চলতা, আমাদের
নাচতে শেখাবে
গাইতে শেখাবে
নিয়ে যাবে, হাত ধরে
সেই বেলায়, ঝুম বৃষ্টির গাছের তলায়
নাচানাচি, মাখামাখি
কাদায় কাদায়…

আলম
১০ এপ্রিল, ২০২০

About The Author

Alam M

I’m Alam — writer of words, seeker of stories. I craft thoughts into lines that linger. I’m also a mathematician who loves to play with numbers.