
কো কো কো থায়

প্রতিদিন সকালে এভাবেই সূর্য উকি দেয়
আমার জানালায়
যেভাবে উঁকি ঝুঁকি দিতে সূর্য আর তুমি
আমি সূর্যের চেয়ে তোমায় দেখতেই
জানালার পর্দার আড়ালে দাড়িয়ে
একটু একটু করে মাঝে মাঝে পর্দাটা সরিয়ে
সূর্য নয়, তোমারেই দেখতাম
দেখতে চাইতাম বারেবার তোমারেই এবং
তো
মা
রে
ই
আজ তুমি কো কো কো থায়
জানালার ওপাশের তুমিটা হারালে কেমনে
আমি আজও তোমায় দেখতে পাবো ভেবে ভেবে
ভে
বে
জানালার পর্দাটা সরাই প্রতিদিন সকালে
শুধু উঁকি দেয় সূর্যটা
এ কেমন হারাবার নিয়তি
আজ তুমি কোথায়
কোথায়
কো কো কো
থায়…
®আলম – ২৫ মে ২০২৫ইং, অপরাহ্ন ৬টা ৬মি.