
তানপুরা

তুমি আমার দূর থেকে ছুঁয়ে দেখা
কিশোরী বেলার তানপুরা,
প্রথম যেদিন ছুঁয়েছি তোমায়
দুরু দুরু বুকে বেজে চলেছিলো
অনাকাঙ্ক্ষিত মন্দিরা।
চার তারে উঠেছিলো সুর
তর্জনী আর মধ্যমায়,
বিভোর আমি দিয়েছি ডুব
গভীর থেকে গভীরে
ভালবাসার এ কোন নেশায়!
তোমার নেশায় বুঁদ হওয়া,
সকাল সাঁঝে তোমার সাথে
অজানায় যাওয়া হারিয়ে…
তুমি আমার মন বাগানের
সদ্য জাগা কিশোলয়,
তোমাতেই বাঁচি তোমাকেই খুঁজি
ফানাফিল্লাহ তোমার আলোয়!
© রুপা – ২৩ মে ২০২৫ইং শুক্রবার
“শুক্রবার : ইচ্ছেবার”-এ আমাদের জন্য জেরী’র অনন্য এক উপহার!