Select Page

নিঃসঙ্গতায়

নিঃসঙ্গতায়

একা নিঃসঙ্গ রাত
আর একটা কিছু না পাওয়া মানুষ।
দুজনেই মিলেমিশে একাকার হয় সেই আশ্চর্য নীরবতায়।

ফেলে আসা মেঠোপথের দুপাশে,
নয়তো কোন চিলেকোঠার ঘরে গোপন রাখা অনুভবে;
দুজনেই মিলেমিশে ভাসে এক রাজ্য অভিমানে চুপচাপ।

ঝিঁঝিঁপোকারদের উৎসব বাড়ে;
হৃদয়ের অতল অতলান্ত ছুঁয়ে বাড়ে অনুভবের রক্তক্ষরণ,
যদিও দুজনেই একাকিত্ব নাড়েচাড়ে জলশিশিরে টুপটাপ।

তারাদের ভীড়ে কোথাও আটকে হয়তো উদাসীন দৃষ্টি,
মেঘেদের সাথে পাল্লা দিয়ে ছুটে মনেরও খানিকটা দিগবিদিক ;
রাতের নিঃশ্বাসে দীর্ঘশ্বাস মেখে দিয়ে জানালায় দাঁড়িয়ে থাকে কখনও নিশ্চুপ।

বেঁচে থাকার মানে,
হয়তো নিঃশব্দে নিঃশেষ হতে হতে…
হয়তো কিছু পাওয়ার এক আকাশ অপেক্ষায়;
রাত আর মানুষ দুজনেই মিলেমিশে পথে নামে অখণ্ড সেই নীরবতায় হঠাৎ হঠাৎ।

About The Author

Kamrul Arefin

গাণিতিক যুক্তি সমাধান দিলেও বাস্তবতা ভিন্ন। জীবনের গল্পে যুক্তি সবসময় প্রাধান্য পায় না, পায় আবেগ।