Select Page

শুধু

শুধু

সেই শৈশব পেড়িয়ে এলো দূরন্ত কৈশর।
দেখা হল নীল ক্যাফে কাব্যের সাথে,
দেখতে দেখতে ১৭ বছর!
আজও গোধুলিতে একাকার সময়ের টিপ।
এরপর কালবৈশাখী প্রলয়,
অশান্ত বিকেল,রোদেলা দুপুর
কোথায় যে হারিয়ে গেলে?

এরপর সাধনা, আরাধনা,
কলমের দিক্ষা, ঘুরিয়ে পেঁচিয়ে সময়,
কালের আবর্তন,
নির্যাতন, নির্যাতন আরো কত কি!
সেই তুমি, সেই নদী,।

নগর জীবনের কোলাহল,
সেই স্বপ্ন, সেই কাব্য, সেই নীল ক্যাফে
কথা হল প্রকাশকের সাথে,
কথা হল, প্রকাশিত হল,
কবিতা হল, বই হলো,
বই মেলায় একে একে চারটা বই হল,
কবিতা কিন্ত হল না,
হল না ছন্দ,হল না আনন্দ।
হল সৃষ্টির উল্লাস,
সে কি উল্লাস? বাঁধ ভাঙ্গা উল্লাস
হলে না শুধু তুমি??

About The Author