Select Page

সুখের সিক্ত উন্মোচন

সুখের সিক্ত উন্মোচন

দুদণ্ড সুখের আশায়
সুবাস খুঁজি তোমার বুকের
নিছক আনমনে অসহায় হয়ে,

তুমি হাত বাড়িয়ে দাও
ছায়ার আবেশ হয়ে
অমোঘ প্রশান্তি যায় বয়ে।

জীবন সংগ্রাম আর সংঘাত পেড়িয়ে
শ্রান্তির ধকল ঝেড়ে নিতে
তোমার উষ্ণতা বড়ো প্রয়োজন,

আমি অসম্পূর্ণা রয়ে যাই
বিরহ বিধুর হয়ে
সাজে নয়নে নব আয়োজন।

বসন্তের প্রথম প্রভাতে
যে বাঁশি বেজেছে মিহি সুরে
আড়ম্বর ভালোবাসা লয়ে,

দিগন্ত হেরিয়া তারে
করেছি বক্ষে ধারণ
তটিণী-র হিল্লোল বায়ে।

নয়ন মিলনে বিশ্বছন্দ
অনুবর্তনে পূর্ণ হলো
হৃদয়ের পূর্ণতা পেয়ে,

সুখ উন্মোচনে কদম্ব ঝরে
শিশির সিক্ত চরণ চুমে
প্রেমের অলিগলি বেয়ে।

About The Author