Select Page

ভ্রমর

ভ্রমর

ভ্রমর,
তুমি এতো স্বার্থপর কেন?
আমি তো সবটুকু দিয়েছি তোমায়!
তুমি কি পারোনা দিতে সবটুকু আমায়?
পারোনা তোমার গানে
আমার মনটা ভরিয়ে দিতে?
কেন সবটুকু নিয়ে নিঃস্ব করে চলে যা-ও তুমি?
তোমার জন্মই কি নেবার জন্য!
দেবার জন্য নয়?
হাজার ফুলের মাঝে তুমি
কেনইবা বেছে নিলে আমায়?
যখন তুমি ছিলে না
আমার ঘ্রাণে মাতোয়ারা থেকেছি
নিজেকে তো নিঃস্ব লাগেনি
কেন সবটুকু নিয়ে নিঃস্ব করে দিলে তুমি? আমার রুপ রস গন্ধ সবই তো দিয়েছি তোমায়
বিনিময়ে শুধু চেয়েছি তোমার মন মাতানো গান
কিন্তু বড়ই যে স্বার্থপর!
সবটুকু নিয়ে নিঃস্ব করে চলে যাও তুমি!!!

About The Author