Select Page

ধানসিঁড়িটির পাড়ে

ধানসিঁড়িটির পাড়ে

তোমার জন্য থাকুক রংধনু সাত রং
সেই সঙ্গে বাগান বিলাসের সবটুকু রং!
আকাশ ভড়া নক্ষত্রের আশ্চর্য রকম সুন্দর রং
তোমার জন্য ই থাকুক,
সবুজ অরণ্যে রং,পাহাড় এর সব টুকরো সবুজ
তোমার জন্য থাকুক,
জাফরান ফুলের সবটা রংও থাকুক
চন্দন কাঠের গন্ধ টুকুও থাকুক।

আমার কাছে নাইবা থাকলো বসন্তের সব রং!
নাইবা থাকলো নদীর জল রং,
সবুজ পাহাড়ের সবুজ সবটুকু!

আমি না হয় শুভ্র মেঘের অণু হয়েই থাকি
একদিন তোমার খুব কাছাকাছি ই ছিলাম,
অসময়ে ই ছিলাম তো…
এখন তুমি আমি অচেনার মতোন
নক্ষত্রেরা মরে যায় আকাশ বুকে
আমি তুমি এখন মৃত নক্ষত্রের মতোন ই।

আমাদের আর দেখা না হোক
আমাদের আর কথা না হোক
কুড়ি বছর কিংবা তারও পরে।
ধানসিঁড়িটির পাড়ে।

About The Author