Select Page

অসীম কৃতজ্ঞতা

অসীম কৃতজ্ঞতা

ওগো তুমি কী শুনছো??
হৃদয়ের বাড়ন্ত ব্যথায়
আমার মনের চাঁপা কান্না!

তোমাকে হারিয়ে
আমি ছিলাম
বুনো হরিন!
যে হরিন আর প্রেমের
নামে সঙ্গী খোঁজেনি ।
সাত সমুদ্র সমান জল
দুচোখে ধারণ করে
আমি লুকিয়ে রেখেছি
আমার শিশুপ্রেমকে !
বুঝতেও দেয়নি কাউকে
আমার হৃদয়ের ক্ষতকে।
সেই ক্ষতই আজ পরিনত
ব্লকে, মনটাকে নিয়েছিলো
যমদূতের কাছেই!
তুই রক্ষাকারী
তোর তপস্যায় আবার
ফিরে পেলাম
আমার ভালোবাসার
বিশেষ পুরস্কার নতুন জীবন।
এই বেঁচে থাকা তোরই
দয়ার দান!!
তুই আমার,রম্ভা,মেনকা,পঞ্জস্হলা
কিংবা ইতি
সবই তুই!

কামরুজ্জামান খোকন
খুলনা,০৪.০৪.২০২২

About The Author