Select Page

এলেবেলে

এলেবেলে

ঐ যে দেখো,
বিষন্নতা গেছে উড়ে, মেঘ হয়েছে;
ঠাঁই নিয়েছে ঐ আকাশে
ঝরে পড়ার আশে….

অনুযোগ আর অভিযোগের
মাত্রা ছিলো তীব্র….
আলমিরাতে শাড়ির ভাঁজে
রেখেছি তাই যত্নে
ন্যাপথলিনের গন্ধে…

আবেগ সেতো উইল করেছি
ঐ আকাশের নামে….
চোখগুলো তাই পাথর হলো
দুঃখ গেলো উবে…

বৃষ্টি আসুক এবার তবে
ভিজুক মনের শহর…
ভিজতে আর দেবোনা যে
স্বপ্নডিঙ্গার বহর….।।

শিমু কলি
২৮/০৭/২০১৯ইং

About The Author

Shimu Koli

If you think about what others will think, you’ll never be able to express yourself. I speak my mind, write what I think, and share it with you. This is my joy—freedom to express my feelings. Respecting others' thoughts, I walk my own path.